শিশুদের জন্য ফাইজারের ১ লাখ ৩৯ হাজার ডোজ টিকা চট্টগ্রামে

প্রয়োগের বিষয়ে নির্দেশনা আসেনি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ আগস্ট, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১ লাখ ৩৯ হাজার ৩২০ ডোজ করোনার টিকা পৌঁছেছে চট্টগ্রামে। গতকাল ভোরে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। ৫ থেকে ১২ বছরের কম বয়সী শিশুদের এই টিকা প্রয়োগ করা হবে। টিকার চালান পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

এসব টিকা ইপিআই স্টোরেজে সংরক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি। তবে টিকা পৌঁছলেও শিশুদের টিকা প্রয়োগের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি জানিয়ে সিভিল সার্জন আজাদীকে বলেন, কিভাবে বা কবে নাগাদ শিশুদের এ টিকাদান কার্যক্রম শুরু হবে সে বিষয়ে ঢাকা থেকে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। বিশেষ ধরনের এ টিকা প্রয়োগ কার্যক্রম শুরুর আগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ৫ থেকে ১২ বছরের কম বয়সী শিশু শিক্ষার্থীদের তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হলেও টিকাদান কার্যক্রম শুরুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের খাবার খেয়ে বর-কনেসহ অসুস্থ ৩ শতাধিক
পরবর্তী নিবন্ধঝুঁকি জেনেও বেপরোয়া মানুষ