Home আজকের পত্রিকা দ্বিতীয় পাতা শিশুদের চোখের ক্যান্সার ও অন্ধত্ব প্রতিরোধে কর্মশালা

শিশুদের চোখের ক্যান্সার ও অন্ধত্ব প্রতিরোধে কর্মশালা

0
শিশুদের চোখের ক্যান্সার ও  অন্ধত্ব প্রতিরোধে কর্মশালা

এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. সলিম উল্লাহ বাচ্চরু সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্ড কার্যালয়ে গত ৩০ অক্টোবর শিশুদের চোখের ক্যান্সার ও অন্ধত্ব প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আই ইনফরমারী এন্ড ট্রেনিংকমপ্লেক্স, রোটারী ক্লাব চিটাগাং খুলশী, রোটারী ক্লাব অব মিরবুস জার্মানী রোটারী ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রজেক্ট উপলক্ষে এনায়েত বাজার ওয়ার্ডে শিশুদের চক্ষু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে শিশুদের চোখের ক্যান্সার, রেটিনা, কর্নিয়া ও গ্লুকোমো সমস্যা ও প্রতিকার বিষয়ে বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিগণ পরামর্শ প্রদান করেন। কর্মশালা সম্পর্কে অবহিত করেন রোটারিয়ান রিজওয়ান শাহিদ। এতে আলোচনায় অংশ গ্রহণ করেন পাহাড়তলী চক্ষু হাসপাতলের চিকিৎসক ডা. সানজিদা আলম, অপ্টোমেট্রিষ্ট মো. আইনুল করিম। কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের চক্ষু বিষয়ক সচেতনা মূলক কর্মশালার মাধ্যমে নতুন নতুন অনেক বিষয় জানার সুযোগ হয়েছে। বক্তব্য রাখেন মো. ইসমাইল মনু, রফিকুল ইসলাম খাঁন, এস কে আকরাম, আবদুল হান্নান, শিক্ষক শেখর দাশ, মো. হোসেন, মো. কায়সার উদ্দিন, অলি উল্লাহ, সুজিত ঘোষ, বজল আহাম্মদ, আহরন উল্লাহ, সাবেকুন নাহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।