মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ১৯ অক্টোবর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রফেসর রীতা দত্ত, শিশুসাহিত্যিক অরুণ শীল, শিক্ষাবিদ তহুরীন সবুর ডালিয়া এবং মুজিবুর রহমান পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। এ বছর পুরস্কার পেয়েছেন দুই কৃতী লেখক গদ্যে সুষ্মিতা জাফর এবং পদ্যে সুবর্ণা দাশ মুনমুন। স্বাগত বক্তব্য দেন গল্পকার রহমান রনি। মরহুম মুজিবুর রহমানের জীবনী পাঠ করেন আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দি। এরপর কিশোর বেলা সেপ্টেম্বর–অক্টোবর সংখ্যার পাঠ উন্মোচন করা হয়।
বক্তারা বলেন, শিশুদেরকে বইমুখী করে গড়ে তুলতে হবে। শিশুদের কল্পনাশক্তি বৃদ্ধির জন্য গল্পের বই, উপন্যাস এবং বিজ্ঞানের বই পড়তে হবে। বইপড়ার বিকল্প কিছু নেই। তাঁরা বলেন, পুরস্কারের জন্য কেউ লেখালেখি করে না। তবে পুরস্কার লেখককে আরো বেশী কাজ করার অনুপ্রেরণা জোগায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরবেলার সম্পাদক কবি অমিত বড়ুয়া। অনুষ্ঠানের ২য় পর্বে ছিলো ছড়াকবিতা পাঠ। কবি এলিজাবেথ আরিফা মুবাশ্শিরার সভাপতিত্বে লেখা পাঠে অংশ নেন মারজিয়া খানম, আলমগীর হোসাইন, নান্টু বড়ুয়া, অপু চৌধুরী, রঞ্জনা বড়ুয়া, সরোয়ার রানা, মুনাজুর রহমান, সিমলা চৌধুরী, সৌভিক চৌধুরী, জাহানারা মুন্নী, কুতুবউদ্দিন বখতেয়ার, মর্জিনা আখতার, জায়তুন্নেছা জেবু, বিজয় কুমার ধর, বিকাশ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।