বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত হয়েছে শিশুতোষ নাটক ‘জয়িতার দেশপ্রেম’। করোনা পরবর্তী বাস্তবতায় শিশুদের মনস্তাত্বিক পরিবর্তনকে বিষয় করে নাটকটি রচনা করেছেন তরুণ গল্পকার সোহেল মাহরুফ। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সায়োনি দেওয়ানজি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জুয়েনা আফসানা ও মৃত্তিকা বড়ুয়া। নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাটকের দৃশ্যায়নের কাজ গত ১৭ অক্টোবর সমাপ্ত হয়। নাটকের চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন প্রান্ত শর্মা। আগামীকাল শনিবার বিকেল ৪টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে ‘জয়িতার দেশপ্রেম’।