শিশুতোষ গল্পগ্রন্থ ‘ভূতের বিয়ে’র পাঠ উন্মোচন

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩০ পূর্বাহ্ণ

বিভা ইন্দুর লেখা শৈলী প্রকাশনা কর্তৃক প্রকাশিত শিশুতোষ গল্পগ্রন্থ ‘ভূতের বিয়ে’র পাঠ উন্মোচন অনুষ্ঠান গত ৩০ মে ছড়াকার ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গণেশ রায়, সিলভার বেলস স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ড. সুদীপ্ত দেব, কবি ও সাহিত্যিক ওমর কায়সার, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, প্রাবন্ধিক মো. মহসিন চৌধুরী। শিল্পী শীলা চৌধুরীর কণ্ঠে ‘মাঝে মাঝে তব দেখা পায়’ গানের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভা ইন্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিপ্রা দাশ, জ্যোস্না কায়সার, টুন্টু দাশ বিজয়, মানস, চন্দন, শিখা, মাহবুব, পলাশ, বিপ্রতীপ অপু, প্রদীপ, রুবেল, ইতি দাশ, নাজনীন পিসীমণি, বাদল, পলাশ, আইয়ুব, ছন্দা চক্রবর্তী, বনশ্রী বড়ুয়া রুমি, এ্যাভি, গোলাম সৌরভ, আকাশ, নেছার আহমেদ, স্বপন, কামাল চৌধুরী, আজিজুর রহমান, নাটু বড়ুয়া, সৌমেন মজুমদার, কাঞ্চন কুসুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদুয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধসিভিল সার্জন কার্যালয়ে কন্ট্রোল রুম উদ্বোধন