শিশুটির আর কখনও স্কুলে যাওয়া হবে না

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে ৯ বছরের এক শিশু শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতভাগ্য শিশুটির নাম ইকবাল হাসেম রামীম ()। সে হারবাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ নুনাছড়ি গ্রামের মো. ইব্রাহীমের পুত্র এবং স্থানীয় কুসুমকলি শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশুর বাবা জানায়, তার ছেলেটি স্কুলের উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয়। পরে শুনেন অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়েছে।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। কিন্তু জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটির খোঁজ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআমানের ১৩ বছর, টুকুর ৯ বছরের সাজা বহাল
পরবর্তী নিবন্ধড. ইউনূসসহ ১৩ জনের নামে দুদকের মামলা