শিশুকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে হবে : সিডিএ চেয়ারম্যান

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেছেন, শারীরিক ও মানসিক উভয়ভাবে শিশুকে সুস্থ রাখতে হবে। কেননা, সুস্থ শিশু বলতে শুধু শারীরিকভাবে সুস্থ শিশুকেই বোঝায় না। সাধারণভাবে আমরা শিশুর শারীরিক বিকাশে যতটা মনোযোগ দিই, মানসিক বিকাশে ততটা মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। কিন্তু মানসিকভাবে সুস্থ না হলে শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। গত ১ জানুয়ারি আগ্রাবাদে শিশুর বিকাশকেন্দ্র টয়বঙের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান জোহরা আসমা সুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হায়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাশিদ ফারনাজ পলাশ। অন্যান্যের মধ্যে ছিলেন হুমায়রা মীম, ডা. এম এ কামাল, ডা. শাহানা পারভীন, ডা. নিখাত আক্তার নিশু, ফাহিমা আক্তার স্বপ্না, নাদেরা ফারনাছ শিমুল, অ্যাডভোকেট বৃষ্টি। সঞ্চালনা করেন নাহিদ ও শিখা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেলা চলবে ক্যাম্পাসের পাশাপাশি অনলাইনেও
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসনের বিভিন্ন শাখা পরিদর্শনে নবনিযুক্ত ডিসি