শিশুকে ফোনে আসক্ত হওয়া থেকে বিরত রাখা হোক

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বর্তমান যুগে মানুষের কাছে মোবাইল ফোন অপরিহার্য আধুনিক একটি যন্ত্র। বিশ্বের ৯২ শতাংশ মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে। বর্তমানে কোনো মানুষ মোবাইলের সাহায্য ছাড়া চলতে পারে না। বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৩ ঘণ্টা ফোন ব্যবহার করে। দেশের প্রায় ৮৬ শতাংশ প্রিস্কুল শিশু ফোনে আসক্ত হয়ে পড়েছে। বর্তমানে শিশুরা মোবাইল ফোনে এতোটা আসক্ত হয়ে পড়েছে, বাইরের পরিবেশে হাঁটাচলা, খেলাধুলা করার কথা ভুলে গেছে। ঘন ঘন মেজাজ বদলে যাওয়া, কারণ ছাড়াই রেগে যাওয়া, অমনোযোগিতা, অপর্যাপ্ত এবং অনিয়মিত ঘুম, বাবামা ও খেলার সাথিদের সাথে বিচ্ছিন্নতাসহ অনেক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা হয়। তাই, অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বাচ্চাদের মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকুন, তাদেরকে সময় দিন। তাদেরকে মাঠে খেলাধুলা করতে বা ঘুরতে নিয়ে যেতে পারেন। তাদের সাথে নিজেরা খেলাধুলা করুন। তাদেরকে নান বিষয় সম্পর্কে জানার আগ্রহ তৈরি করুন। তাদের মন প্রফুল্ল রাখার চেষ্টা করুন।

উম্মে সালমা

শিক্ষার্থী ,

চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআনওয়ার আহমদ : কবি ও সম্পাদক
পরবর্তী নিবন্ধশেখার বিকল্প নেই