শিশুকে আরেক নারীর কোলে দিয়ে সটকে পড়লেন মা!

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৪৪ পূর্বাহ্ণ

নগরীর একটি বাস কাউন্টার থেকে ১০ মাসের একটি ছেলে সন্তানকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। পাহাড়তলী থানার ওসি মাইনুর রহমান বলেন, সকালে অলঙ্কার এলাকায় স্টার লাইন বাস কাউন্টারে এক নারী তার শিশু সন্তানকে পাশের এক মহিলার কোলে দিয়ে সটকে পড়েন। পুলিশ জানতে পেরে ওই শিশুকে উদ্ধার করে। শিশুটির সাথে একটা ছোট ব্যাগ ছিল, তাতে একটা টিকার কার্ড পাওয়া যায়। এর সূত্র ধরে ওই শিশুর মায়ের নাম ও ঠিকানা বান্দরবানের লামা উপজেলায় বলে নিশ্চিত হয়। পরে লামার স্থানীয় ওয়ার্ড সদস্যের মাধ্যমে শিশুটির মায়ের ঠিকানা বের করা হয়। সেখান থেকে জানানো হয় ওই নারীর খালা-খালু নগরীর বায়েজিদ এলাকায় থাকেন। খালার সঙ্গে যোগাযোগ করে তাদের থানায় ডেকে এনে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। তারা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করার কথা বলেছেন। খবর বিডিনিউজের।
ওসি মাইনুর বলেন, ‘লামা থেকে জানতে পেরেছি শিশুটির জন্মের আগে তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। বর্তমানে ওই নারী আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছেন। সেজন্য শিশুটিকে সরিয়ে রাখতে এ উপায় বেছে নিয়েছিলেন।’

পূর্ববর্তী নিবন্ধমাহী বি ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দুদক
পরবর্তী নিবন্ধআইন সংশোধন নয় প্রয়োগে জোর দেয়া জরুরি