শিশুকন্যাকে নিয়ে খালের পানিতে মায়ের ঝাঁপ

প্রাণ গেল শিশুর

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

আনোয়ারায় আট বছরের শিশুকন্যা রাইছাকে কোলে নিয়ে ইছামতী খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা জান্নাতুল ফেরদৌস (৩২)। এ ঘটনায় মা প্রাণে বেঁচে গেলেও পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশুটির। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া গ্রামের প্রবাসী কায়সারের মেয়ে। জান্নাতুল ফেরদৌস ও কায়সার দম্পতির সংসারে দুই ছেলে ও এক মেয়ে ছিল। স্বামী ও দেবর প্রবাসী হওয়ায় জান্নাতুল বাড়িতে শাশুড়ি ও জায়েদের সঙ্গেই থাকতেন। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে সন্তানকে আনার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর ইছামতী খালের পাড়ে গিয়ে শিশু রাইছাকে নিয়ে পানিতে ঝাঁপ দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, এক নারীকে শিশুকে নিয়ে খালে ঝাঁপ দিতে দেখে তিনি দ্রুত উদ্ধারের জন্য চিৎকার শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদী থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসাররাত জানান, হাসপাতালে পৌঁছানোর প্রায় ৩০ মিনিট আগেই রাইছার মৃত্যু হয়েছে। জান্নাতুল ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোনায়েদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি ভিসি-প্রোভিসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধন