শিল্প প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের ঐক্যের বিকল্প নেই

চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সভায় বক্তারা

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যোগে শিল্প এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে শিল্প কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা গতকাল রোববার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত আইজি) ও সাবেক সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শম্পা সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, দি টিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, নবাগত জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চিটাগাং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেপজার জিএম মশিউদ্দিন বিন মেজবাহ, জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিজিএমইএর ২য় সহ-সভাপতি মো. রাকিবুর রহমান চৌধুরী, শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. আবুল কাশেম, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি
বীর মুক্তিযোদ্ধা শফর আলী ও শ্রমিক প্রতিনিধি নাসরীন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলসহ বীর মুক্তিযোদ্ধারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি মো. মাহাবুবর রহমান বলেন, ২০১০ সালে শিল্প পুলিশ সৃষ্টির পর থেকে দেশের গার্মেন্টস সেক্টরসহ অন্যান্য শিল্প-কারখানায় অরাজকতা অনেকটা কমে এসেছে। শ্রমিক অসন্তোষও নেই। এর ধারাবাহিকতা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবসময় পাশে থাকবে। সকল শিল্প প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে ঐক্যের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনোনয়নপত্র নিলেন আ. লীগের চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জে অল্পের জন্য রক্ষা পেল চট্টগ্রাম ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস