শিল্প খাত দ্রুত সমপ্রসারিত হওয়ায় নিরাপত্তাজনিত চ্যালেঞ্জও বৃদ্ধি পাচ্ছে

চুয়েটে পিএমই বিভাগের জাতীয় কর্মশালায় মুসলিম চৌধুরী

| শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, শিল্প খাত বর্তমানে দ্রুত সমপ্রসারিত হওয়ায় নিরাপত্তাজনিত চ্যালেঞ্জও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার কৌশল গ্রহণ করতে হবে। অনেক পরিবেশগত পরিবর্তন আগে থেকেই শনাক্ত করা সম্ভব না হলেও প্রয়োজন হলে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে এসব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায়। কর্মশালার মাধ্যমে একাডেমিয়া ও শিল্প খাতের সহযোগিতায় প্রাপ্ত জ্ঞান ও তথ্য ভবিষ্যতে বাস্তব সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি গতকাল বৃহস্পতিবার চুয়েটে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত ‘ঘধঃরড়হধষ ডড়ৎশংযড়ঢ় ড়হ ঙপপঁঢ়ধঃরড়হধষ (ঊঐঝ) ধহফ চৎড়পবংং ঝধভবঃু্থ জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে গেস্ট অব অনার ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। কর্মশালায় কীনোট স্পীকার ছিলেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান, কাফকোর নিরাপত্তা ম্যানেজার প্রকৌশলী মো. জাহিদুল হক, সুপার পেট্রোকেমিক্যালের সিইও প্রণব কুমার সাহা, ইস্টার্ন রিফাইনারির ম্যানেজার মো. সাজ্জাদ হোসাইন, এসকেএস বাংলাদেশের সিইও মাশি উদ দুজা, মার্স্কের হেলথ, সেইফটি, সিকিউরিটি এন্ড এনভায়রনমেন্ট এর হেড মোহাম্মদ জাহিদ আল করিম, আইওটিএর সিইও মোহাম্মদ গোলাম কিবরিয়া, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (পেট্রোলিয়াম) অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কর্মশালার কনভেনর ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুনউররশিদ।

সঞ্চালনা করেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া মাহজাবীন, মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং শ্রাবনী তালুকদার। গেস্ট অব অনার বলেন, বিশ্বব্যাপী শিল্প ও প্রযুক্তি যত উন্নত হচ্ছে ঝুঁকি ততই বৃদ্ধি পাচ্ছে। আজকের বিশ্বে টেকসই উন্নয়নের প্রধান পূর্বশর্ত হল নিরাপদ কর্মপরিবেশ। একটি শিল্প প্রতিষ্ঠানের প্রকৃত মূল্যায়নের মানদণ্ড কেবল উৎপাদন বা মুনাফা অর্জন করা নয় বরং প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য, সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করাকেও বোঝায়। চুয়েট দেশের নিরাপদ শিল্পায়ন, টেকসই এবং দক্ষ প্রকৌশল মানবসম্পদ তৈরীতে আরও বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। উল্লেখ্য, পিএমই বিভাগের জাতীয় কর্মশালায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড, বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একে ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসেস এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ ৩১টি শিল্প প্রতিষ্ঠানের ৫৭ জন প্রফেশনাল অংশগ্রহণ করেন, যেখানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাও রয়েছেন। এছাড়া সরকারিবেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৪ জন শিক্ষার্থী ও ফ্রেশ গ্রাজুয়েটসহ মোট ১৫০ জন অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কাল শুরু হচ্ছে আইআইইউসির টেক ফেস্ট
পরবর্তী নিবন্ধনগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে