প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে পড়ে আছে ‘শনিবার বিকেল’ সিনেমাটি। কিন্তু কোন কারণে সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না তা জানানো হয়নি। সমপ্রতি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে সরব হয়েছেন দেশের নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। সামাজিকমাধ্যমে ‘শনিবার বিকেল’র ছাড়পত্র দিতে সেন্সর বোর্ডের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছেন তারা। পাশাপাশি দীর্ঘদিন ধরে সিনেমাটি আটকে থাকায় সমালোচনা ও প্রতিবাদও করছেন অনেকে। খবর বাংলানিউজের।
সেই তালিকায় এবার যুক্ত হলেন কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকীর একটি ছবি শেয়ার করেন তিনি। এর ক্যাপশনে সেন্সর বোর্ডে আটকে থাকা ‘শনিবার বিকেল’ প্রসঙ্গে কথা বলেছেন। আফজাল হোসেন লেখেন, মোস্তফা সরয়ার ফারুকী অত্যন্ত প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। বিরাট পৃথিবীর চলচ্চিত্রের উঠোনে তার চলচ্চিত্র নিয়ে আগ্রহ তৈরী হয়েছে। এমন অর্জনের জন্য বিশেষ যোগ্যতা থাকতে হয়। এই বিশেষ যোগ্যতা তরুণ প্রজন্মের অনেকের রয়েছে বলে বাংলাদেশের নাম বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সগৌরবে উচ্চারিত হয়। দীর্ঘ এই পোস্টে ‘শনিবার বিকেল’ নিয়ে এই অভিনেতা লেখেন, ‘চলচ্চিত্র, সঙ্গীত, শিল্প সাহিত্য, সংস্কৃতির শক্তিতেই দেশ ও দেশের মানুষ কতখানি সমৃদ্ধ তার প্রমাণ মেলে।
ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ অনেকদিন ধরে আটকা পড়ে আছে। শিল্পের বেলায় আটক শব্দটা খুব বিচ্ছিরি ঠেকে। শিল্পী আঁকবার সময়, লিখতে বসে লেখক বা চিত্রনির্মাণের আগে যদি নির্মাতাকে আটকানো মানুষদের চেহারা ভেবে নিতে হয়- তা দুর্ভাগ্য ও দুর্ভোগের। বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। সিনেমাটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এতে রয়েছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে।