চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে বৃটিশ কাউন্সিল, তারা থিয়েটার, বৃত্ত আর্ট ট্রাস্ট এবং চবি চারুকলা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে শিল্পী মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ‘আর্টিস্টস মেক স্পেস’ -শিরোনামে সাতদিন ব্যাপি শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। ৬ নভেম্বর বিকাল ৪:৩০ টায় প্রধান অতিথি থেকে এ প্রদর্শনী উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে এবং ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক উম্মে তানিয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী তৈয়বা লিপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রফেসর ড. ঢালী আল মামুন, শিল্পী লায়লা মনসুর, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া এবং বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা। অনুষ্ঠানে ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, বর্তমান সময়ে আধুনিক শিল্পের মাধ্যমে শিল্পের রূপ ও আকারের বিকাশে পরিবর্তন এসেছে। সৌন্দর্য অনুভবের পাশাপাশি শিল্পের দর্শন সমাজকে আলোকিত করে যেমন মনের অন্ধকার দূরীভূত করে তেমনি শিল্পচর্চার মাধ্যমে আধুনিক সমাজ গঠনে অবদান রাখতে পারে। উপাচার্য এই শিল্প প্রদর্শনীর সার্বিক সাফল্য কামনা করেন। পরে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, প্রদর্শনীটি বামিংহাম, লন্ডন এবং ম্যানচেস্টারে প্রদর্শিত হবে।