শিল্পী

মুহাম্মদ আবু হানিফ | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

ইটের উপর ইট গেঁথে ঝরিয়ে মাথার ঘাম, বাঁধল কারা এ অট্টালিকা পুড়িয়ে গায়ের চাম? রৌদ্রে ঝড়ে বাদলে ভিজে ফেলে হাতেতে কড়া, আবাসেতে বসি গড়লো কারী শোভন করল সারা? কাদের জন্যে এত সুশোভিত এই পৃথিবীর মুখ, সাজায় কারা নিজের রক্তে পরের জনের সুখ? তাদের আমি বলি যাদুকর রঙিন যাদুর খেলায়/ যাদের শ্রমেতে রঙে ছেয়ে যায় পৃথিবীর রঙ মেলায়। বদ্ধ চোখে দেখলাম ভেবে যত হলো মনোরম, দিয়েছে কারা এসবের মূলে শিরদাঁড়া ভাঙ্গা শ্রম? কেউনা তারা শ্রমিক ছাড়া মজুরি যাদের ঠাই, সত্য এটাই তাদের চেয়ে বড় শিল্পী এই দুনিয়ায় নাই।

পূর্ববর্তী নিবন্ধকালের আবর্তনে হারিয়ে যাচ্ছে ঢেঁকি
পরবর্তী নিবন্ধতৈলবাজ অত্যন্ত ভয়ঙ্কর