বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনা কম হয়নি। শিল্প মাধ্যমের সংগঠনের একটি পদ নিয়ে বিরোধ গিয়ে ঠেকে আদালত পর্যন্ত। যদিও এখানে শেষ হাসিটা নিপুণই হেসেছেন। চেয়ার রয়েছে তার দখলেই। সমিতির সাধারণ সম্পাদক পদের চেয়ার হারানোর পর অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন জায়েদ খান সদস্য পদটাও হয়তো হারাতে যাচ্ছেন। দেরিতে হলেও সেই ধারণাই সত্যি হতে চলেছে! শোনা যাচ্ছে, কাঞ্চন–নিপুণ পরিষদ দায়িত্ব নেওয়ার এক বছর পর এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। খবর বাংলানিউজের।
রোববার সমিতির জরুরি সভা ডেকেছে শিল্পী সমিতির বর্তমান কমিটি। যে মিটিংয়ের মূল আলোচনার বিষয় জায়েদ খানের সদস্য পদ। একটি সূত্রের বরাতে জানা গেছে, রোববারের সমিতির জরুরি সভা থেকে জায়েদ খানের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত আসছে! যদিও এ নিয়ে আগাম কোন মন্তব্য করছেন না সমিটির কোন সদস্য। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রোববার পর্যন্ত অপেক্ষায় রয়েছেন তারা। তবে চিত্রনায়ক রুবেল ও অভিনেত্রী সূচরিতার মতো তারকাদেরও সদস্যপদ স্থগিতের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে জায়েদ খান বলেন, তারা শুরু থেকেই আমার সঙ্গে অন্যায় করে আসছে। তারা নায়ক রুবেল ভাই ও সূচরিতা ম্যাডামের মতো বড় তারকাদেরও সদস্যপদ স্থগিতের চিঠি দিয়েছে। কতটা অসম্মান এটা ভাবুন। আরেকটি বিষয়–এখনও সাধারণ সম্পাদক পদ নিয়ে চূড়ান্ত রায় হয়নি, সেই জায়গায় নিপুণ আক্তার কীভাবে চিঠি পাঠায়?