শিল্পী সমিতির চেয়ারে বসল নতুন কমিটি

দায়িত্ব বুঝে পেলেন প্রথম নারী সাধারণ সম্পাদক নিপুণ শপথ নিলেন না মৌসুমী-ডিপজল-রুবেলরা

আজাদী ডেস্ক | সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব নিল নতুন কমিটি। আগামী দুই বছরের জন্য ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে সমিতির কার্যক্রম চলবে। ফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ৩৮ বছরের ইতিহাসে প্রথমবার নারী সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব বুঝে নিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অন্যদিকে নিত্যনতুন ঘটনার জন্ম দেওয়া এ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি মিশা সওগাদর-জায়েদ খান প্যানেল থেকে বিজয়ীরা। একমাত্র কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী নাদির খান ছাড়া শপথ অনুষ্ঠানে অংশ নেননি কেউ। বাংলানিউজের খবর সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে নতুন কমিটির একাংশ শপথ গ্রহণ করেন। পরে ইলিয়াস-নিপুণ শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে নিজ নিজ পদের চেয়ারে বসেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিল্পী সমিতির সদস্যরা।

এর আগে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
এদিন শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে আপিল বোর্ডের রায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন। এছাড়াও ছিলেন কার্যকরী পরিষদে জয়লাভ করা অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন, নাদের খান প্রমুখ। তবে জায়েদ খানের প্যানেলের নাদের খান ছাড়া কেউ শপথ বাক্য পাঠ করেনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই।
দায়িত্ব বুঝে পেলেন প্রথম নারী সাধারণ সম্পাদক নিপুণ : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ৩৮ বছরের ইতিহাসে প্রথমবার নারী সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব বুঝে নিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
শিল্পী সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। ওই বছরের ১১ মে সভাপতি পদে ক্ষমতায় বসেন নায়করাজ রাজ্জাক। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা আহমেদ শরীফ। এরপর থেকে আজ অবধি কোন নারী সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নির্বাচিত হননি। সমিতির ১৭ তম নির্বাচনে এসে প্রথমবার নারী সাধারণ সম্পাদক পেল।
শপথ নিলেন না মৌসুমী-ডিপজল-রুবেলরা : নিত্যনতুন ঘটনার জন্ম দিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। সর্বশেষ হলো শপথগ্রহণ অনুষ্ঠান। আর সেখানে নতুন সংযোজন-এক প্রকার বয়কট করেছে মিশা সওগাদর-জায়েদ খান প্যানেল থেকে বিজয়ীরা। একমাত্র কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী নাদির খান ছাড়া শপথ অনুষ্ঠানে অংশ নেননি কেউ।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি রুবেল, ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, আলীরাজ, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোজিনা ও সুচরিতা কেউই এই অনুষ্ঠানে আসেননি।
জায়েদ খানের প্যানেলের কেউ উপস্থিত না হওয়া, বেশ কিছু গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, মামলা করবেন জায়েদ। অবশ্য এই নায়কের দাবিও সেটা। অন্য পক্ষ বলছে, জায়েদ নতুন করে শপথের আয়োজন করতে যাচ্ছেন। যার ফলে শিল্পী সমিতির এই শপথ এখন মুখরোচক সূচিতে পরিণত হয়েছে।
এদিকে শপথ নেওয়া নতুন এই কমিটি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেবে। শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা।

পূর্ববর্তী নিবন্ধপিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের শুনানি হয়নি
পরবর্তী নিবন্ধমহেশখালীতে দুপক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু