শিল্পী সনজিত আচার্য্যের স্মরণসভা

| বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

চাটগাঁইয়া নওজোয়ানের উদ্যোগে সংগীত শিল্পী সনজিত আচার্য্যের স্মরণসভা ও স্মৃতিচারণ গত সোমবার চেরাগি পাহাড়স্থ একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এবং মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, সংগীত শিল্পী কল্যাণী ঘোষ, মিলন আচার্য্য, গীতা বাচার্য্য, এম এ রহিম, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার, জসিম উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, রিয়াজ ওয়াইজ, মৌসুমী আচার্য্য, প্রবীর মিত্র, অঞ্জনা, সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।

শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভায় বক্তারা চট্টগ্রামের প্রয়াত শিল্পীদের কাজ নিয়ে একটি মিউজিয়াম করার প্রস্তাব করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচা বোর্ডের ৯১তম বোর্ড সভা
পরবর্তী নিবন্ধউত্তর গশ্চি তালিমুল কোরআন মহিলা মাদ্রসার উদ্বোধন