চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে শিল্পী শওকত জাহান পরিচালিত আর্ট স্কুল সমূহের বিজয়ী ছাত্র–ছাত্রীদের মাঝে গতকাল শনিবার সমাপনী দিনে পুরস্কার বিতরন করা হয়। শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সিনিয়রসহ সভাপতি চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বন্দর শাপলাকুঁড়ি স্কুলের প্রিন্সিপাল মোখতার হোসাইন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসো’র সভাপতি নাসিরউদ্দিন তোতা, সংগঠক জাহিদুর রহমান সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল আবেদীন ইউসুফ। চিত্র প্রদর্শনীতে বিভিন্ন পেশায় অবদান রাখায় ৫জন গুনী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন ইডিইউর প্রভাষক রওনক আফরোজ, নাসিরউদ্দিন তোতা, ডা. মোশাররফ হোসেন, নুরুল আজিম হিরু এবং রেজাউল আবেদীন ইউসুফ। তাছাড়া চিত্র প্রদর্শনীতে অংশগ্রহনকারী ৩০০ শিশু শিল্পীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।