শিল্পী রিষু তালুকদারের গ্রন্থ শাস্ত্রীয় সংগীত তত্ত্বের মোড়ক উন্মোচন

‘শুদ্ধ সংগীত মানব জাতিকে করে পরিশুদ্ধ’

| শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

শাস্ত্রীয় সংগীতের জ্ঞান একজন সংগীত শিল্পীর বোধ, মেধা ও জ্ঞানকে শাণিত করে। শুদ্ধ সংগীত মানুষকে সুশৃঙ্খল করে। সামপ্রতিক শক্তির বিরুদ্ধে শুদ্ধ সংগীত আমাদের মুক্ত চিন্তার অধিকারী করে অসামপ্রদায়িক হওয়ার শক্তি জোগায়। শুদ্ধ সংগীত মানব জাতিকে করে পরিশুদ্ধ। হারিয়ে যাওয়া উচ্চাঙ্গ সংগীতের ঐতিহ্যকে পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে উস্তাদ রিষু তালুকদার। বাগীশ্বরী সংগীতালয়ের ছাত্রছাত্রীরা শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়ে উচ্চতর ডিগ্রীর জন্য বাইরের দেশে যাচ্ছে তাহা গর্বের ব্যাপার। বাগীশ্বরী সংগীতালয়ের প্রতিটি মহৎকর্ম সত্যিই ভূয়সী প্রশংসনীয়। শাস্ত্রীয় সংগীত চর্চা, সাধনা, সাংস্কৃতিক প্রয়াস ও বিকাশের নতুন দিগন্ত উন্মোচন হবে এটাই কাম্য। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে বাগীশ্বরী সংগীতালয় আয়োজনে টিভি ও বেতার শিল্পী রিষু তালুকদারের তৃতীয় গ্রন্থ ‘শাস্ত্রীয় সংগীত তত্ত্ব’ এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা, শাস্ত্রীয় সমবেত, একক সংগীত, একক তবলা লহড়া ও বিভিন্ন রাগের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে কথামালা পর্বে বক্তারা একথা বলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রের শোকসভা
পরবর্তী নিবন্ধপ্রয়াসের ১৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান আজ