শিল্পী মুহাম্মাদ জামালুদ্দীন

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

নব্বই দশকের সাড়া জাগানো ইসলামী সংগীতশিল্পী, গীতিকার, সুরকার এবং কর্পোরেট ব্যক্তিত্ব মুহাম্মদ জামালুদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। তিনি ঢাকাস্থ একটি ক্লিনিকে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে অন্য একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতকানিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, চন্দনপুরা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নূর আহমদ এবং নূরজাহান বেগমের জ্যেষ্ঠ পুত্র মুহাম্মদ জামালুদ্দীন আহমদ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। সুরকার শিল্পী মরহুম মুহাম্মদ জামালুদ্দীনের প্রথম নামাজে জানাজা আজ জুমাবার সকাল ১০টায় প্যারেড ময়দানে এবং দ্বিতীয় জানাজা বাদে জুমা সাতকানিয়া ছিটুয়াপাড়া বায়তুশ শরফ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআলোকচিত্র সংগ্রাহক বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন মজুমদারের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানায় ওরশ মাহফিল