সংগীত শিল্পী আলাউদ্দিন তাহেরের মা রমিজা বেগম (৭৫) গতকাল রোববার ভোরে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল বাদ আছর কুতুবদিয়ায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এদিকে শিল্পী আলাউদ্দিন তাহেরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।