শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ঈদের পূর্বে শ্রমিকদের বেতন ভাতা প্রদান সংক্রান্ত বিষয়ে বিকেএমইএ, বিজিএমইএ ও চেম্বার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে সিএমপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার, আইন-শৃঙ্খলা বাহিনীর সিনিয়র কর্মকর্তাবৃন্দ, নগরীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিকেএমইএ, বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বার নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিকেএমইএ ও বিজিএমইএ নেতৃবৃন্দ ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস সরকারি নির্দেশনা মোতাবেক যথাসময়ে প্রদান করা হবে মর্মে অবহিত করেন। এছাড়াও গার্মেন্টস সেক্টরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পদক্ষেপ গ্রহণসহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় বিকেএমইএ’র সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল, বিজিএমইএ প্রথম সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ হাসান, বিকেএমইএ পরিচালক রাজীব দাশ সুজয়, মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহমেদ নুর ফয়সাল, মো. সামছুল আজম, গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, বিকেএমইএ সিনিয়র যুগ্ন সচিব মো. আলতাফ উদ্দিন, উপ সচিব (কমপ্লায়েন্স) মো. সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযেভাবে প্রতারণা করছিল রিফাত
পরবর্তী নিবন্ধআরও বাড়ল ভোজ্যতেলের দাম