মেরিনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবির সাবেক পরিচালক শিল্পপতি সৈয়দ মোহাম্মদ নূর উদ্দিন (৬৫) গত ২৫ এপ্রিল রাত ৯.৩০টায় ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ২ ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজে জানাযা আগামীকাল বৃহস্পতিবার বাদে জোহর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। নূর উদ্দিনের ইন্তেকাল ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, থেলাসেমিয়া সেবা কেন্দ্রের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশীষ ধর, মেরিনার্স গ্রুপের পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিম উদ্দীন প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











