শিল্পপতি সিরাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

| বুধবার , ৩ মে, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

এলিট পেইন্ট গ্রুফ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম শিল্প ও বাণিক সমিতি ও বাংলাদেশ টি ট্রেডার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি সিরাজউদ্দিন আহমেদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল গত ১ মে সিরাজউদ্দিন সড়কস্থ তাঁর বাসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা বলেন, এই সমাজের প্রতি, দেশের প্রতি একজন শিল্পপতি হিসাবে তাঁর যে দায়িত্ব ছিল, তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর মূল্যবান মতামত বা পরামর্শ দিকনির্দেশনার কাজ করেছে। বিভিন্ন কমিটির সভাপতি থাকাকালে ও সরকারের ঘোষিত পাবলিক একাউন্টস কমিটির প্রভাবশালী সদস্য থাকাকালে তাঁর বিভিন্ন প্রস্তাব সরকার কর্তৃক গৃহীত হয়েছে এবং তা বাংলাদেশে বেসরকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপনে ও ব্যবসা বাণিজ্য সমপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির সমাবর্তন আজ
পরবর্তী নিবন্ধহজযাত্রীরা সঙ্গে নিতে পারবেন ১২০০ ডলার