উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ২০২৩–২৪ ও ২০২৪–২৫ সালের জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশনের (বিটিএমএ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে গতকাল দায়িত্বভার গ্রহণ করেন।
মতিউর রহমান নিজ ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ মোটরসাইকেল এসেম্বেলার্স এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিমামা) বর্তমান সভাপতি। এ ছাড়া তিনি চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও সহ সভাপতি ছিলেন।
মতিউর রহমান ২০০২ ও ২০০৩ সালে পর পর দুই বার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। তিনি জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে ২০০৪–২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ–জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় জাপান সরকার মতিউর রহমানকে ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোসেটে’ সম্মাননায় ভূষিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।