মরহুম নাসির উদ্দিন দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি ছিলেন। তৈরি পোশাক রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে তিনি অন্যতম পথিকৃৎ। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে তৈরি পোশাক শিল্পের পথিকৃৎ প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মরহুম নাসির উদ্দিন স্মরণে এক সভায় বক্তারা এসব কথা বলেন।
গত শনিবার বাড়বকুণ্ড হাইস্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম জাফর উল্ল্যাহর সভাপতিত্বে এবং শিক্ষক দাউদুল ইসলাম ও তামান্না ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির, সৈয়দ মোহাম্মদ তাহমির, ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ফসিউল আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ কে এম তফজ্জল হক, জেলা পরিষদের সাবেক সদস্য আ ম ম দিলশাদ, জেলা জজ আদালতের পি পি অ্যাডভোকেট ভবতোষ নাথ, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, লায়ন গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. ছাদাকাত উল্লাহ মিয়াজী, জয়নাল আবেদীন সুজা, প্রধান শিক্ষক বিজয় কুমার দেব, সাবেক প্রধান শিক্ষক রবিউল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হাবিব উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












