শিল্পপতি তাহের সোবহানের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, এফবিসিসিআইর প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব তাহের সোবহান আর নেই। গতকাল শনিবার ভোর ৪টা নাগাদ চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ব্লু স্টার লিমিটেড ও বেস্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গতকাল বাদ আছর চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত শেষে মিসকিন শাহ (রহ.) মাজার প্রাঙ্গনে দাফন করা হয়েছে। প্রখ্যাত ব্যবসায়ী নেতা তাহের সোবহানের মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, বায়তুশ শরফের পক্ষ থেকে আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী হাফিজাহুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ সিরাজুল ইসলাম
পরবর্তী নিবন্ধপ্রাইভেটকারে ২০ কেজি গাঁজা ও এক হাজার লিটার চোলাই মদ