জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি ডা. চৌধুরী হাসান মাহমুদ গত ২১ ডিসেম্বর রাতে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে –রাজেউন)। তিনি রাউজানের বিনাজুরি নিবাসী মরহুম শিল্পপতি এম. আর চৌধুরীর দ্বিতীয় পুত্র এবং শিল্পপতি মরহুম আবদুল মোনেমের কনিষ্ঠ কন্যা ও জিএমই গ্রুপের চেয়ারম্যান ডা. ফারহানা মোনেমের স্বামী। ডা. চৌধুরী হাসান মাহমুদের দুই কন্যা সন্তান রয়েছে। তাঁর নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি মেডিকেল যন্ত্রপাতি আমদানি ও উন্নতমানের মেডিকেল ডিভাইস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া এগ্রো কেমিক্যালস, গবাদি পশু, মুদ্রণ শিল্প ইত্যাদি খাতেও তাঁর ভূমিকা রয়েছে।










