চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, এবি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরিচালক, শিল্পপতি মুহাম্মদ আইয়ুব (৭৫) গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম বাদশা মিয়ার প্রথম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল শুক্রবার বাদে জুমা চাক্তাই মিয়াখাঁন নগর বেলোয়ার খাঁ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম গভীর শোক প্রকাশ করেন।