শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম অনিবার্য অনুষঙ্গ

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:৩১ অপরাহ্ণ

কবি-সাহিত্যিকদের শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনিবার্য অনুষঙ্গ। তাঁরা জানেন যে প্রকৃতি ও পরিবেশ রক্ষা না করা গেলে মাটি ও মানুষের যে চিরন্তন সম্পর্ক সেটা আর টিকবে না। জীবনপ্রবাহে আর লেখনীতে তাই প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ পায় নানা রচনায়। প্রকৃতি ও পরিবেশ ভাবনায় রবীন্ত্রনাথ ছিলেন একজন অগ্রগামী চিন্তার মানুষ। তিনি নিরন্তর প্রকৃতি ও সংরক্ষণের মাধ্যমে সমন্বয় অন্বেষণ করেছেন। দেখা যায়, এক শতাব্দী আগেই পরিবেশদূষণ নিয়ে তিনি তাঁর মতামত প্রকাশ করেছিলেন। ১৯১৬ সালে জাপান যাওয়ার সময় সমুদ্রপথে তেল নিঃসরণের বিষয়টি দেখে তিনি প্রথম পরিবেশের ওপর মানুষের প্রভাব নিয়ে চিন্তান্বিত হন। সেটা পশ্চিমা বিশ্বের পরিবেশ আন্দোলন দানা বাঁধার কয়েক দশক আগের কথা। আমরা দেখতে পাই, সর্বদাই তিনি প্রকৃতির প্রতি তাঁর গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন সুনিপুণভাবে। কর্ণফুলী বিশেষজ্ঞ ড. মুহাম্মদ ইদ্রিস আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান। স্বাগত বক্তব্য রাখেন শারুদ নিজাম, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। অধ্যাপক গোফরান উদ্দীন টিটুর সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রীতা দত্ত, অধ্যাপক হোসাইন কবির, গল্পকার বিপুল বড়ুয়া, লেখক কায়কোবাদ চৌধুরী, শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, বিপ্লব বড়ুয়া, প্রবাল বড়ুয়া, মানু মজুমদার, সেলিম তালুকদার আকাশ, কবি মনজুর আহমেদ, অভিলাষ মাহমুদ, জাহেদা সুলতানা, এম কামাল উদ্দিন, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, ফারজানা রহমান শিমু, তসলিম খাঁ, রুনা তাসমিনা, জেবারুত সাফিনা, শিপ্রা দাশ, মুজিবুর রহমান, সৈয়দা সেলিমা আক্তার, মুহাম্মদ ইশতিয়াক আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি ওমানের ৪ সদস্য প্রবাসী-সিআইপি নির্বাচিত
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি