‘শিল্পচর্চায় প্রজন্মকে পথ দেখাবেন মনসুর উল করিম’

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের অধ্যাপক প্রখ্যাত শিল্পী মনসুর উল করিমের প্রয়াণে শোকসভা গত ৬ সেপ্টেম্বর চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয়।
বক্তারা শিল্পী মনসুর উল করিমের আধুনিক শিল্পকর্ম, জীবনের বিভিন্ন পর্যায় ও চারুকলায় অধ্যাপনাকালের নানা ঘটনা এবং অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। সভায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে শিল্পীর নামে স্টুডিও নামকরণ, নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে তাঁর শিল্পকর্মের কলাকৌশল ও আঙ্গিক সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া, বৃহৎ পরিসরে শিল্পীর স্মৃতিচারণ সভা আয়োজন ও পরিবারকে সমবেদনা জ্ঞাপনের প্রস্তাব গৃহীত হয়।
সভায় অধ্যাপক সাইফুল কবির বলেন, পেইন্টিংয়ের পাশাপাশি শিল্পী মনসুর উল করিম ছাপচিত্র, ড্রইংয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন, যা আমাদের শিল্পকলা চর্চায় প্রজন্মকে পথ দেখাবে। মাটি, মানুষ ও পদ্মাপারের প্রকৃতির প্রতি ভালোবাসা, শিল্পচর্চার প্রতি নিষ্ঠা ছিল তাঁর। তাঁর অনুপস্থিতি আমাদের শিল্প-সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ঢালী আল মামুন, অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, অধ্যাপক মো. জসিম উদ্দিন, সহযোগী অধ্যাপক নাসিমা আখতার, শায়লা শারমিন, উত্তম কুমার বড়ুয়া, তাসলিমা আকতার, সহকারী অধ্যাপক সুজিত সরকার, সুব্রত দাশ, মো. জিহান করিম, হায়দারী আন্দালুসিয়া, সিরাজাম মুনিরা, প্রভাষক রাসেল কান্তি দাশ, ফাকিয়া নিজাতি ও হ্লু ব্লাই শু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএম এ নবী-সখিনা নবী ফাউন্ডেশনের হুইল চেয়ার প্রদান
পরবর্তী নিবন্ধপাহাড়ে জুমের বাম্পার ফলন