জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের উদ্যোগে একাডেমির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের কর্মমূখী দক্ষতা অর্জনের লক্ষ্যে গত ২৩ ও ২৪ অক্টোবর ২ দিনব্যাপী রিকশাচিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ইউনেস্কো স্বীকৃত খ্যাতনামা রিকশাচিত্র শিল্পী এস এ নূর আলী ও এস এ আউয়াল। ২৩ অক্টোবর কর্মশালা উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রিকশাচিত্র আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে। বর্তমানে রিকশা থেকে শুরু করে সিএনজি, ট্রাকেও এ ধরনের শিল্পকর্মের প্রসার ঘটছে। তাছাড়া রিকশাচিত্র এখন গ্রামগঞ্জ ও দেশের সীমানা পেরিয়ে বিশ্বমণ্ডলে পরিচিত হয়েছে ইউনেস্কো স্বীকৃতির মাধ্যমে। আমাদের চারুকলার শিক্ষার্থীর এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী একটি শিল্পকর্মের সাথে নিজেকে যুক্ত করার দক্ষতা অর্জন করবে এবং অনুপ্রেরণা পাবে। এ প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে রিকশাচিত্র শিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে পারবে বলে আমার বিশ্বাস।
কর্মশালায় প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন একাডেমির চারুকলা শিক্ষক সঞ্জীত রায়। ২৪ অক্টোবর কর্মশালার শেষে একাডেমির চারুকলা শিক্ষকরাসহ অন্যান্য অতিথিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ডেমো কার্যক্রম পরিদর্শন করে এবং সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।












