চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর চিত্রকর্ম নিয়ে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক ৪ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। প্রধান অতিথি বলেন, এ চিত্র প্রদর্শনী থেকে মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। বঙ্গবন্ধুর প্রত্যাশা ছিল একটি উন্নত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মানে এ চিত্রকর্ম অনুসরণ করে বঙ্গবন্ধুর চিন্তাধারায় আগামী প্রজন্ম দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করবে। শিল্পী এ্যালেন অনিক ভট্টাচার্যের পরিকল্পনায় এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাসব শীলের সভাপতিত্বে এবং দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম কক্সি।উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রঞ্জন দত্ত, মো. ইসমাইল, মারুফুল ইসলাম মারুফ, যুবায়ের হোসেন অভি, তানবির বিন হাসান, বিভূ দেবনাথ, মাকসুদুর রহমান, মো. শোয়েব, সৈয়দ সুলতান ফাহিম, হারুনুর রশিদ শামিউল, ইফতেখার উদ্দিন ইফতি, বিনয় দে, রুবি আক্তার, পলাশ চক্রবর্তী, প্রান্তি ভট্টাচার্য, শাফায়েত, চন্দ্রিকা ভৌমিক, তানজুম মুন্সি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।







