‘ডান্স এগেইন্সড করোনা’ এই শিরোনামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার আয়োজনে সারাদেশে ২০–২২ জানুয়ারি ৩ দিনব্যাপী জাতীয় নৃত্যেৎসব শুরু হয়েছে। চট্টগ্রামের প্রতিষ্ঠিত নৃত্যদল ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’ চট্টগ্রাম। নাট্যব্যক্তিত্ব সনজীব বড়ুয়া রচিত ‘হাজার বছর ধরে’ নৃত্যনাট্যটি গত ২০ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়। এই নৃত্যনাট্যটি সমপ্রতির ওপর নির্মিত হয়।
নৃত্যনাট্যে ফুটে ওঠে পলিমাটির সুপ্রাচীন বাংলা প্রকৃতির নানা বৈচিত্র ভরপুর। ধর্ম ও পেশার ভিন্নতায় এই বাংলার সৌন্দর্য। তবে কখনো কখনো এই সুরের স্নিগ্ধতায় অসুরের থাবা পড়ে। বিপন্ন হয় মানুষ,মানবতা এবং এই বাংলা। কিন্তু হাজার বছরের সমপ্রীতির ঐতিহ্যে বাংলার মানুষ আবার জেগে ওঠে সুন্দরের প্রত্যাশায়। ভোরের আযান শুনে আজও ঘুম ভাঙ্গে। আর মন্দিরের ঘন্টাধ্বনিতে ঘনায় আমাদের রাতের আঁধার। নৃত্যনাট্যটির ভাবনা,নৃত্য নির্মিতি ও পরিচালনা করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী প্রমা অবন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি শ্রী উদিত ঝা,নাট্যকার,অভিনেতা সনজীব বড়ুয়া,নাট্যকর্মী সাহিদ উদ্দিন আহমেদ, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, দুলাল দাশগুপ্ত ও মিলি চৌধুরী,সংগীতশিল্পী শ্রেয়সী রায় সহ হল ভর্তি দর্শক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এর ২৫ জন শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোক পরিকল্পনা করেন অসীম দাশ, মঞ্চ পরিকল্পনা করেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, কন্ঠে শ্রেয়সী রায়, দীপ্র বড়ুয়া ও দুর্জয় বড়ুয়া, ধারাভাষ্যে দুলাল দাশগুপ্ত ও অভ্র, আবৃত্তিতে কন্ঠ দেন মিলি চৌধুরী ও ফারুক তাহের। সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা ও জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।