শিল্পকলায় সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিভাফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল এবং চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট অফ সিভার যৌথ উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে “৯ম সিভা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী”। মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া এ বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন শতাধিক অভিভাবক, অতিথি, শিক্ষক এবং শিক্ষার্থী। অনুষ্ঠানে স্কুলের শিশু ও কিশোর শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, ম্যাজিক শো, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মনোমুগ্ধ করে। এছাড়া আর্ট গ্যালারিতে একশোর বেশি শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে বার্ষিক চিত্র প্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাশিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রেসিডেন্ট সাইয়েদ মোহাম্মদ মোর্শেদ হোসেন।

তিনি বলেন, সিভাফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল শিশুদের মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন স্কুলের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পৃথক বিভাগ পরিচালনা সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ। তিনি জানান, গত ৯ বছরে সিভা ইনক্লুসিভ পরিবেশে হাজারো শিশুর প্রিস্কুলিং, আরলি চাইল্ডহুড এডুকেশন ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করেছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের বিশেষ বিভাগ থেরাপি ও প্রাকপ্রাথমিক শিক্ষার সফল মডেল হিসেবে প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু বলেন, সিভার লক্ষ্য হলো শিশুকে আনন্দময় ও চাপমুক্ত পরিবেশে শেখানো। এতে বিশেষ অতিথি প্রফেসর ড. মাহমুদ এ চৌধুরী আরজু এবং ডা. এস এম সারোয়ার আলম তাঁদের বক্তব্যে বলেন, শৈশবেই শিক্ষার্থীদের নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তোলার সর্বোচ্চ সুযোগ রয়েছে। অনুষ্ঠানের শেষে ২০২৫ সালের প্রাকপ্রাথমিক শিক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীদের পাশাপাশি শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা চত্বরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন
পরবর্তী নিবন্ধতপনজ্যোতি বড়ুয়ার মতো ব্যক্তিত্বের অভাব বর্তমান সমাজে প্রকট