জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের জয়নুল আবেদীন আর্ট গ্যালারিতে মৃন্ময়ী আর্ট স্কুলের দুদিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের প্রশিক্ষক চিত্রশিল্পী সাইকা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের নাট্যকলা বিভাগের প্রশিক্ষক জোবায়দুর রশীদ, নাট্যকর্মী মো. ফোরকান রাসেল। মৃন্ময়ী আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক লিটন দেবনাথ লিখন জানান, স্কুলের ৮০ জন শিক্ষার্থীর ১৭১ টি চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। আজ বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চিত্র প্রদর্শনী আয়োজনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানের চিত্রাঙ্কন প্রশিক্ষক তানজিলা আফরিন, উৎস দাশ, অংকন দেবনাথ, শাহীনূর মৌসুমী, কেয়া তালুকদার, অর্পিতা দত্ত, অদিতি নাথ। চিত্রপ্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।












