শিল্পকলায় বোধনের সমাবর্তন

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের প্রশিক্ষণার্থীদের সমাবর্তন নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এসময় ছয়মাসব্যাপী প্রশিক্ষণলব্ধ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ত অধ্যাপক রীতা দত্ত, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন।

অতিথিরা বলেন, আমাদের সময় আবৃত্তির কোনো স্কুল ছিল না। এখন বোধনের মতো সংগঠনগুলো এগিয়ে আসায় নিজেকে শিল্প সমৃদ্ধ জাতিতে পরিণত করার সুযোগ কাজে লাগাতে হবে। আজকের সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্কৃতির বিকাশে শৈল্পিক চেতনাকে আঁকড়ে রাখতে হবে।

কথামালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। এ পর্বে বোধন আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহসভাপতি সুবর্ণা চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। উত্তীর্ণদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করেন বিজয়া চক্রবর্তী,নিতু দাশ, শ্রাবণী পালিত, ত্রয়ী দে,শ্যামলী চৌধুরী, শ্রাবনী দাশ, বৈশাখী বড়ুয়া, ফাতেমা তুজ জোহরা(জুঁই),প্রিয়া দেব,কলি সরকার, নেভী দে, মার্টিনা বড়ুয়া, ঋতু বড়ুয়া,সুনিপুণ সেন গুপ্ত, ঐশী দে, সাকী বড়ুয়া, সুতপা শ্রেষ্ঠা, শুভ্র রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোলে সফলতা আসবেই
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে মাসব্যাপী কর্মসূচি শুরু