শিল্পকলায় বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ এবং ভারতের জাতির পিতাকে তরুণ প্রজন্মের সামনে উপস্থাপনের দারুণ এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণার্থে আয়োজন করা হয়েছে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’। ২২টি দেয়ালচিত্র আর শতাধিক ডিজিটাল মুহূর্তের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই প্রদর্শনী। সব ধরনের শিক্ষার্থী ও দর্শকদের জন্য এ অনন্য শিক্ষামূলক পরিবেশনা নতুন অভিজ্ঞতা উপহার দেবে বলেও উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাই কমিশন, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর এমএম আলী রোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরীণ আখতার, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী ও জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। আগামী ৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধহিন্দুদের ওপর হামলা দেশের চেতনার বেদীমূলে হামলা : তথ্যমন্ত্রী