শিল্পকলায় প্রমার প্রযোজনা কাব্যপালা ‘মহুয়া’ মঞ্চস্থ

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:২১ পূর্বাহ্ণ

ময়মনসিংহ গীতিকার আসাধারণ আখ্যান অবলম্বনে ‘প্রমা’র পূর্ণাঙ্গ প্রযোজনা ‘মহুয়া’র পঞ্চম মঞ্চায়ন হয়ে গেল গতকাল শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ‘মহুয়া’র শুরুতেই তবলা ও হারমোনিয়ামের সাথে বাঁশির করুণ সুরে বোঝা গেল বিরহের কাহিনীই আজ প্রদর্শন করবেন শিল্পীরা। শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকালের প্রদর্শনীর শুরুতেই অতিথি ছিলেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও কামরুল হাসান বাদল।

মঞ্চে উপস্থিত ছিলেন প্রমা’র সভাপতি আবৃত্তি শিল্পী রাশেদ হাসান। মহুয়া’র নির্দেশনায় ছিলেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল ও গ্রন্থনা করেছেন মঞ্জুর মুন্না। প্রযোজনা ভাবনায় ছিলেন বাপ্পা চৌধুরী ও কংকন দাশ। এতে মহুয়া চরিত্রে কাজ করেছেন তাসলিমা আক্তার বৃষ্টি এবং নদের চাঁদ চরিত্রে কাজ করেছেন মঞ্জুর মুন্না।

অন্যান্য চরিত্রে অংশগ্রহণ করেছেন বিশ্বজিৎ পাল, জেরিন মিলি, রোজী বিশ্বাস, রাজু দাশগুপ্ত, মাহফুজ আহমেদ, আচরারুল হক, লিটন নন্দী, আবুল ফয়েজ, পার্থ প্রতিম মহাজন, হৈমন্তী শুক্লা মল্লিক, কলি দাশ, সালমা জাহান, তপতী দে, জয়ন্ত বসুৃ, চৈতী কুৃন্ডুৃ ও পও্রতিমা দাশ, সৈয়ংদা হুৃজ্জাতুৃন নূর আকা। বাঁশিতে ছিলেন বিকাশ নন্দী নিউটন, তবলায় ছিলেন রানা বড়ুয়া এবং কীবোর্ডে ছিলেন সুজন রায়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির বর্ষা উৎসব
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌র সাধনপু‌রে দেয়ালধসে শিশুর মৃত্যু