শিল্পকলায় তারুণ্যের শিল্পশৈলী প্রদর্শনীর উদ্বোধন

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারিতে গত ১৩ সেপ্টেম্বর শুরু হল ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী। তরুণ উদীয়মান শিল্পীরা এক হয়ে তারুণ্যের শিল্পশৈলী এর ২য় প্রদর্শনী আয়োজন করেছে। উদ্বোধন করেন অধ্যাপক কে.এম. আবদুল কাইয়ুম (চারুকলা ইনিস্টিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুফিয়া বেগম (চারুকলা ইনিস্টিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। এতে সভাপতিত্ব করেন শিল্পী মোহাম্মদ ইউনুস (সহযোগী অধ্যাপক, ফ্যাশন টেকনোলজি, প্রিমিয়ার ইউনিভার্সিটি)। আয়োজক হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের চারুকলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী হৃদয় চৌধুরী, চম্পক ধর, নয়ন দাশ, রাচিলা রহমান। তারুণ্যের শিল্পশৈলী প্রদর্শনী ২০২৫ এর আয়োজকরা জানান, চট্টগ্রামে সাধারণত প্রদর্শনী খুব কম হয়, যা হয় তাও নির্দিষ্ট প্রতিষ্ঠানের বা ব্যক্তির। তরুণ উদীয়মান শিল্পীরা তেমন প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পায় না। তাই এই তরুণ শিল্পীদের এক করে সবাই মিলে গত বছরের ন্যায় এই বছরও এই প্রদর্শনী আয়োজন করে। ১১৫ জন তরুণ শিল্পীর অংকন করা ১২৭ টি চিত্রকর্ম আর একটি স্টল প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। চলবে আজ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ দাবিতে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি দিল খেলাফত মজলিস
পরবর্তী নিবন্ধএকাডেমিক রিসার্চ শিক্ষকদের জন্য, ইন্টার্নশিপ শিক্ষার্থীরা করবেন ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ