শিল্পকলায় ‘জেনোসাইড চট্টগ্রাম’

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র ভাবনা ও পরিকল্পনায় ৬৪ জেলায় গণহত্যার পরিবেশ থিয়েটার নির্মাণ ও মঞ্চায়নের কার্যক্রমে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংগঠিত বর্বরোচিত গণহত্যার উপর ভিত্তি করে কাজল সেন রচিত ও মোসলেম উদ্দিন সিকদার নির্দেশিত গণহত্যার পরিবেশ থিয়েটার ‘জেনোসাইড চট্টগ্রাম’ গত ৩০ জুন ও ০১ জুলাই জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরী নাট্যদলের পরিবেশনায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে প্রদর্শিত হয়। ১ জুলাই জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ ও অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহত খুকু রানী দেবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।

নাটকে কাহিনী হিসেবে ১৯৭১ সালে চট্টগ্রামে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসের দ্বারা সংগঠিত ব্যাপক নৃশংস নির্যাতন ও গণহত্যা থেকে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কাহিনী হৃদয়স্পর্শী উপস্থাপনার মাধ্যমে এ নাটকে তুলে ধরা হয়েছে। প্রায় ১৫০ জনের অভিনয় শিল্পী ও কলাকুশলীর অংশগ্রহণে প্রদর্শিত নাটকটির সহকারি নির্দেশক ছিলেন কাজল সেন এবং সেট ও স্পেস ডিজাইন জোবায়দুর রশীদ, আবহ সঙ্গীতে মঈন উদ্দিন কোহেল, পোষাক পরিকল্পনায় মুহাম্মদ শাহ আলম, কোরিওগ্রাফি অনন্য বড়ুয়া, প্রযোজনা নির্মাণ ও মঞ্চায়ন নির্বাহী আলি আহমেদ মুকুল ও প্রযোজনা সমন্বয়কারী সাইফুল আলম বাবু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলন মাহমুদের ‘মনের মানুষ’
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি নিয়ে কি বার্তা দিলেন তামিম