শিল্পকলায় গ্রুপ থিয়েটার উৎসবের উদ্বোধন আজ

প্রথম দিনে অরিন্দমের নাটক ‘ডলু নদীর হাওয়া’

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে আজ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব। উৎসবের আয়োজন হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। এই উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় মিলনায়তনে নাটক মঞ্চায়ন হবে।

জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আজ বিকাল সাড়ে পাঁচটায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দলীয় নৃত্য পরিবেশন করবে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট এবং সন্ধ্যা ৭টায় মিলনায়তনে পরিবেশিত হবে অরিন্দম নাট্য সমপ্রদায় প্রযোজিত নাটক ‘ডলু নদীর হাওয়া’।

আগামীকাল শনিবার প্রসেনিয়াম পরিবেশন করবে ‘নোরা কই যায়’, ১৬ নভেম্বর লোক থিয়েটারের ‘একটি অবাস্তব গল্প’, ১৭ নভেম্বর অঙ্গন থিয়েটার ইউনিটের ‘বদলী’, ১৮ নভেম্বর প্রতিভাসের ‘পাপ’, ১৯ ও ২০ নভেম্বর অ্যাঁভাগার্ডের ‘ফায়ার’, ২১ নভেম্বর গণায়ন নাট্য সমপ্রদায়ের ‘জুলিয়াস সিজার’, ২২ নভেম্বর কথক থিয়েটারের ‘অস্পৃশ্য’, ২৩ নভেম্বর নাট্যাধারের ‘কর্ণকুন্তি সংবাদ ও হিড়িম্বা’, ২৪ নভেম্বর কালপুরুষ নাট্য সমপ্রদায়ের ‘নির্ভার’, ২৫ নভেম্বর প্রতিনিধি নাট্য সমপ্রদায় পরিবেশন করবে ‘রাজারানী’। নাটকের টিকেট প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে। নাট্যপ্রেমী দর্শকদের উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.২২ কোটি টাকা