বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু : স্টেটম্যান অব দ্য এরা’ শীর্ষক তিনদিনব্যাপী গ্রুপ আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হবে প্রদর্শনী। আয়োজনে সহযোগিতা করছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশন ঢাকা, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম ও জেলা শিল্পকলা একাডেমি।
আর্টকনের কিউরেটর রিপন প্রদর্শনীটি তৈরি করেছেন। এতে শীর্ষস্থানীয় ১২ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে। শিল্পীদের মধ্যে রয়েছেন আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দ মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জিব দাস অপু, কৃতি রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এস এম মিজানুর রহমান, মো. জাকির হোসেন পুলোক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী ও মানিক বনিক। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।