শিল্পকলায় কবি ভাগ্যধন বড়ুয়ার কবিতাসন্ধ্যা আজ

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

ছোটপত্রিকা খড়িমাটির উদ্যোগে তারুণ্যের উচ্ছ্বাসের সহযোগিতায় আজ শনিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবি ভাগ্যধন বড়ুয়ার কবিতাসন্ধ্যা ‘মুখর হলো মায়ার ধারাপাত’ অনুষ্ঠিত হবে। এ সময় কথামালা, কবিতাপাঠ, আবৃত্তি ও গান থাকবে। কথামালায় অংশ নেবেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি হাফিজ রশিদ খান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কবি সেলিনা শেলী, নিবেদিতা বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখবেন খড়িমাটি সম্পাদক মনিরুল মনির। কবিতা আবৃত্তি করবেন অঞ্চল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, মিলি চৌধুরী, প্রণব চৌধুরী, মশরুর হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, শ্রাবণী দাশগুপ্তা, লুবাবা ফেরদৌসি সায়কা, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, জেবুন নাহার শারমিন, অনির্বাণ চৌধুরী, সুস্মিতা দত্ত, মৌ দত্ত, শারমিন মুস্তারী নাজু, আরমান হাফিজ, ঐশী পাল, সাফা মারওয়া, কারিশমা কবির ঐশী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা এম মাহাবুবুল আলমের স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধনগরীর দারুল ইরফান মাদানী মাদরাসায় ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক সভা