শিল্পকলায় ওস্তাদ আজিজুল ইসলামের বংশীবাদন সন্ধ্যা

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরিক জীবনের কোলাহলে বাঁশির সুর গতকাল রোববার যেন এক পশলা মুগ্ধ স্নিদ্ধতা এনে দিয়েছিল জেলা শিল্পকলা একাডেমিতে। ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে শ্রোতারা যেন হারিয়ে গিয়েছিলেন সুরের জগতে।ওস্তাদ আজিজুল ইসলামের এই একক বংশীবাদন সন্ধ্যা এবং নিবেদিত কবিতা আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’।অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম ভেটেরিনারী এনিমেল ও সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন
বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কথামালায় অংশ নেন মফিজুর রহমান, সাংবাদিক ওসমান গনি মনসুর, কবি ওমর কায়সার, নাট্যজন সাইফুল আলম বাবু এবং ছড়াকার আ ফ ম মোদাচ্ছের আলী। কবিতা পাঠ ও আবৃত্তি করেন ওয়াহিদুল হক, মাহাবুব উল আলম চৌধুরী, অনিন্দিতা মুক্তা, আবু তাহের মুহাম্মদ, অঞ্চল চৌধুরী, ফারুক তাহের, শ্রাবণী দাশগুপ্তা এবং সেজুঁতি দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির নৈরাজ্যের অভিযোগে বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের ৪ দিনব্যাপী শরৎ উৎসব শুরু