শিল্পকলায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী গ্যালারীতে তিনদিনব্যাপী দ্বি-বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীসহ ফটোগ্রাফি বিষয়ক বিভিন্ন কর্মসূচি চলছে। গতকাল বৃহস্পতিবার এই আয়োজনের উদ্বোধন করেন সাংবাদিকতায় একুশে পদক জয়ী স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
সোসাইটির সভাপতি আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকচিত্রী প্রকৌশলী কাজী গোলাম কুদ্দুস হেলাল। বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, ফটো জার্নালিস্ট দেবপ্রসাদ দাস দেবু ও আলোকচিত্রী শোয়েব ফারুকী।
এ সময় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেককে ফুল দিয়ে বরণ করে নেন সোসাইটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ মোনায়েম বাপ্পী। সঞ্চালনায় ছিলেন দিলরুবা খানম। প্রদর্শনী আজ ও আগামীকাল বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমী জয়নুল আবেদীন গ্যালারীতে চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে পাবলিক লেকচার
পরবর্তী নিবন্ধমাধুরীর নতুন রেকর্ড, ১৬ দেশে শীর্ষ দশে