শিল্পকলায় আজ শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এবং জাপান ফাউণ্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’ চলবে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি বছরব্যাপী নানান প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এবং জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৭ আগস্ট থেকে ঢাকায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’। খবর বাসসের। জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি প্রধান দক্ষিণপশ্চিম এশিয়া বিশেষজ্ঞ প্রথম সচিব কোমিনে কেন। এছাড়াও বক্তৃতা করেন,জাপানের বিখ্যাত সেট ও কস্টিউম ডিজাইনার মাসাকো সাজানামি, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের লাইট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় : আবু সুফিয়ান
পরবর্তী নিবন্ধসদস্য নবায়নের মাধ্যমে ৩১দফা বাস্তবায়নে কাজ করতে হবে