চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বৈশাখ উপলক্ষে ১১–১৫ এপ্রিল পাঁচদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের প্রযোজনা ‘সাজাহান’ নাটকের ৪র্থ প্রদর্শনী মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্য নির্দেশক মোসলেম উদ্দিন সিকদার লিটন। মোগল সাম্রাজ্যের যে রাজনৈতিক ষড়যন্ত্রের জাল ও ভ্রাতৃঘাতি সংগ্রামে রক্তাক্ত অধ্যায় রচিত হয়েছিল দ্বিজেন্দ্র লাল রায় তার ‘সাজাহান’ নাট্য কাহিনীতে তারই জীবন্ত রূপ দিয়েছেন।
আবহ সঙ্গীতে মঈন উদ্দিন কোহেল। অভিনয়ে রয়েছেন– শামসুল কবির লিটন, সুজিত দাশ বাপ্পী, তৌহিদ হাসান ইকবাল, মুহাম্মদ শাহ আলম, শেখ আনিস মঞ্জুর সেন্টু, আবদুল হাদী, শাহীন চৌধুরী, গৌতম চৌধুরী, বিটু ভৌমিক, নাজিম উদ্দিন মামুন, বিকিরণ বড়ুয়া, রেজাউল করিম আলমগীর, আতিকুর রহমান, মো. পারভেজ, নুহাস আলম, মুরাদ হাসান, মামুন খান রাহি, ফাহিম রায়হান, সালমান জাহিদ, রাজদ্বীপ, কংকন দাশ, রহিমা খাতুন লুনা, রেহেনা কবির, সিরাজুম মুনিরা স্বর্ণা, জান্নাতুল পিংকি। প্রেস বিজ্ঞপ্তি।