আবহমান বাংলার চিরায়ত লোক সংস্কৃতির অন্যতম শাখা ‘যাত্রাপালা’ বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণ স্বরূপ কাজ করে যাত্রাপালা। যাত্রাপালার সাথে সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১২০টি যাত্রাদলের পরিবেশনায় ৪৩টি জেলায় ২ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে গণজাগরণের যাত্রাপালা উৎসব। তারই ধারাবাহিকতায় এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার, সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিস্থ মিলনায়তনে ‘জননীর স্বপ্নপূরণ’ শিরোনামে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে।
যাত্রাপালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালাচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন সিকদার। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক জোবায়দুর রশিদ এবং বিশিষ্ট যাত্রা গবেষক পালাকার, নির্দেশক মিলন কান্তি দে। যাত্রাপালা পরিবেশন করে দেশ অপেরা চট্টগ্রাম। যাত্রা পালা রচনা করেন এম আলম লাভলু এবং নাট্য পরিচালনায় ছিলেন মিলন কান্তি দে। বৈরী আবহাওয়ার কারণে যাত্রাপালাটি অনিরুদ্ধ মুক্তমঞ্চে মঞ্চস্থ না হয়ে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল দর্শকবৃন্দ যাত্রাপালাটি আন্তরিক আগ্রহের সাথে উপভোগ করেন। আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সকল প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সাংস্কৃতিকর্মীসহ চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমী সুধীজনরা উপস্থিত ছিলেন।